প্রশ্ন
আমাদের দেশে যে শবে বরাত পালন করা হয়। কুরআন হাদিসে তো এই নাম পাওয়া যায় না। তাহলে এটি কোত্থেকে এল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শবে বরাত শব্দটি ফার্সি থেকে এসেছে। শব অর্থ রাত। আর বরাত মানে মুক্তি। শবে বরাত মানে মুক্তির রাত। আরবিতে একে ‘লাইলাতুল বারাআত’ বলা হয়।
হুবহু শবে বরাত শব্দটি কুরআন হাদিসে না থাকলেও -আর তা থাকার কথাও নয়, কারণ তা ফার্সি শব্দ- মূল বিষয়টি শরিয়ত দ্বারা প্রমাণিত। হাদিসে একে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال : يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن.
মুআয ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেছেন ‘অর্ধ শাবানের রাতে আল্লাহ সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। অতঃপর শিরককারী ও বিদ্বেষপোষণকারী ছাড়া তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫]
মূল বিষয়টি যেহেতু হাদিস শরিফে রয়েছে তাই প্রচলিত ফার্সি নামটি কুরআন-হাদিসে না থাকলেও কোন সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10373/article-details.html