প্রশ্ন
গোসল করার সময় শরীর থেকে বালতিতে পানি পড়লে তা কি নাপাক হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এ কারণে বালতির পানি নাপাক হবে না। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي الرَّجُلِ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فَيَنْضَحُ فِي إِنَائِهِ مِنْ غُسْلِهِ، فَقَالَ: لَا بَأْسَ بِهِ
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ফরজ গোসলের সময় পাত্রে পানির ছিটা পড়া সম্পর্কে বলেন, এতে কোনো সমস্যা নেই। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস ৭৮৯]
বাদায়েউস সানায়ে ১/২১১; মাবসূত, সারাখসী ১/৪৬; আলবাহরুর রায়েক ১/৭০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10367/article-details.html