প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি যে, রাসূল (সা.)-কে যদি সৃষ্টি না করা হত তাহলে দুনিয়াকে সৃষ্টি করা হত না। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন ও সহিহ হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত নয়। বরং কতিপয় জাল বর্ণনায় উক্ত বিষয়টি বলা হয়েছে। সে সকল বর্ণনাকে মুহাদ্দিসগণ জাল ও ভিত্তিহীন বলেছেন।
আল্লামা শাওকানী (রহ.) তার কিতাবে লিখেন,
‘এটি একটি বানোয়াট ও জাল বর্ণনা।’ [ফাওয়ায়েদুল মাজমুআ, পৃ. ৩২৬]
আল্লামা আলী আল কারী (রহ.) লিখেন,
‘ইমাম সাগানী (রহ.) উক্ত বর্ণনাকে জাল বলেছেন।’ [তাজকিরাতুল মাউজুআ, পৃ. ৮৬]
শায়েখ আলবানী (রহ.) উক্ত বর্ণনাকে জাল বলেছেন।
সিলসিলাতুয যয়ীফা ১/৪৫০, হাদিস: ২৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10322/article-details.html