প্রশ্ন
একটি বইয়ে দেখতে পেলাম, সেখানে كنتُ نبياً وآدم بين الماء والطين বর্ণনাটিকে হাদিস বলা হয়েছে। আমার এক বন্ধু বললেন, উক্ত বর্ণনাটি জাল। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, আপনার বন্ধুর কথা সঠিক। মুহাদ্দিসগণ উক্ত বর্ণনাটিকে জাল বলেছেন।
হাফেজ সাখাবী (রহ.) তার কিতাবে লিখেন,
‘আমাদের জনৈক শায়েখ এই বর্ণনাটিকে বানোয়াট বলেছেন।’ [আল মাকাসিদুল হাসানাহ, পৃ. ৫২১, হাদিস: ৮৩৮]
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রহ.) বলেন,
‘এই বর্ণনাটির কোনো ভিত্তি নেই।’ [মাজমুউল ফাতওয়া ২/১৪৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10318/article-details.html