প্রশ্ন
ইয়াযীদ সম্পর্কে আহলে সুন্নত ওয়াল জামাআতের আকীদা কী? সে কি ভালো ছিল, নাকি মন্দ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইয়াযীদের ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাআতের আকীদা হল, সে পৃথিবীর অন্যান্য রাজা বাদশাহদের মত রাজা বাদশাহ ছিল। সে ভালো কাজও করেছে আবার খারাপ কাজও করেছে। তাই তার বিষয়টি আল্লাহ তাআলার উপর ন্যস্ত করাটাই সমীচীন। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়্যাহ (রহ.) লিখেন,
‘সে জনৈক বাদশাহ ছিল। তার সৎ অসৎ সব ধরণের কর্ম ছিল। উসমান (রা.)-এর খেলাফতকালে জন্মগ্রহণ করে। সে কাফের ছিল না। তবে তার উপর যে অভিযোগ রয়েছে তা হুসাইন (রা.)-এর হত্যা ও আহলে হাররাদের সাথে তার আচরণের কারণে সৃষ্ট। সে সাহাবী ছিল না আবার আল্লাহ তাআলার কোনো নেককার বান্দাও ছিল না। এটাই অধিকাংশ উলামায়ে কেরাম ও আহলে সুন্নত ওয়াল জামাতের বক্তব্য।’ [মাজমুউল ফাতওয়া ৪/৪৮৩]
শরহুল আমালী, মোল্লা আলী কারী (রহ.), পৃ. ২৭-২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10280/article-details.html