প্রশ্ন
নারীদের জন্য পাতলা পোশাক কতটুকু বৈধ? বর্তমানে অনেক নারীকে দেখা যায়, তারা পাতলা পোশাক পরে থাকে। এ ব্যাপারে সঠিক মাসআলা জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পোশাক যদি এতটুকু পাতলা হয় যে, তা পরিধান করলে শরীরের ভাঁজ বোঝা যায়, সতরভুক্ত কোনো অঙ্গের আকৃতি ফুটে উঠে তাহলে এমন পোশাক পরিধান করা কোনো নারীর জন্য বৈধ হবে না। যে সকল নারীরা এ জাতীয় পাতলা পোশাক পরিধান করে থাকে হাদিস শরিফে তাদের ব্যাপারে কঠিন ভাষা ও শাস্তির কথা বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا
‘দুই শ্রেণির মানুষ জাহান্নামের অধিবাসী; যাদেরকে আমি দেখিনি। (তারা ভবিষ্যতে আসবে।) প্রথম শ্রেণি (অত্যাচারীর দল) যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মত চাবুক, যদ্দারা তারা লোককে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণি হল সেই নারীদল; যারা কাপড় তো পরিধান করবে, কিন্তু তারা বস্তুত: উলঙ্গ থাকবে, যারা পুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরাও তাদের প্রতি আকৃষ্ট হবে, যাদের মস্তক (খোপা বাঁধার কারণে) উটের হিলে যাওয়া কুঁজের মত হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, তার গন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ২১২৮]
সুতরাং নারীদের জন্য আবশ্যক হল পাতলা পোশাক পরিধান করা থেকে বিরত থাকা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10125/article-details.html