প্রশ্ন
আমার এক বন্ধু একদিন যোহরের নামাজে কোনো এক কারণে অট্টহাসি দেয়। কিন্তু সে নামাজ ঐ নামাজই পূর্ণ করে। নতুন করে আর নামাজ পড়েনি। জানতে চাচ্ছি, অট্টহাসি দিলে কি নামাজের কোনো ক্ষতি হয় না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অট্টহাসি দিলে নামাজ ভেঙ্গে যায়। হাদিস শরিফে এসেছে,
قَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: إِذَا ضَحِكَ فِي الصَّلَاةِ أَعَادَ الصَّلَاةَ
‘সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) বলেন, কেউ যদি নামাজে হাসি (অট্টহাসি) দেয় তাহলে পুনরায় তার নামাজটি পড়তে হবে।’ [তালিকে বুখারি, সহিহ বুখারি ১/৪৬]
সুতরাং আপনার বন্ধুর সেদিনের নামাজটি হয়নি। পুনরায় তাকে নামাজটি পড়ে নিতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10058/article-details.html