প্রশ্ন
ভুলে যদি কারো মুখ দিয়ে কুফরী কথা বের হয়ে যায় তাহলে সে কাফের হয়ে যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ভুলে কারো মুখ দিয়ে কুফরী কথা বের হয়ে গেলে সে কাফের হবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
‘রাসূল (সা.) ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং বাধ্য হয়ে করা বিষয় ক্ষমা করেছেন।’[সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২০৪০]
তবে তার মুখ দিয়ে যেহেতু কুফরী কথা বের হয়ে গিয়েছে সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা ও ইস্তেগফার করবে। ভবিষ্যতে আরে সতর্ক থাকবে যেন এ জাতীয় ভুল আর না হয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10018/article-details.html