প্রশ্ন
সুন্নাতের একটি প্রকারের নাম নাকি সুন্নাতে আদিয়াহ। আমি জানতে চাচ্ছি, সুন্নাতে আদিয়াহ কাকে বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুন্নাতে আদিয়াহ বলা হয়, যে সকল কাজ রাসূল (সা.) ইবাদত হিসাবে সওয়াবের নিয়তে করেননি, বরং স্বভাবগত এবং অভ্যাসগত কারণেই বারবার করেছিলেন। যেমন উঠা-বসা, পানাহার করা, পোশাক পরিধান করা ইত্যাদি।
সিয়ায়াহ ১/১৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9809/article-details.html