প্রশ্ন
কোন মহিলা যদি শাড়ি পরে তাহলে এতে কোন সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শাড়ি এক সময় হিন্দু নারীদের পোশাক ছিলো। কিন্তু বর্তমানে এটি মিশ্র পোশাকে পরিণত হয়েছে। মুসলিম- অমুসলিম সব নারীই পরছে। সুতরাং সাধারণ রেওয়াজ অনুযায়ী এটি পরিধান করলে বিধর্মীদের সাদৃশ্যের গুনাহ হবে না। শাড়ি যদি এমনভাবে পরা হয় যাতে সতরের কোনো অংশ অনাবৃত না থাকে তাহলে এটি পরতে সমস্যা নেই।
শাড়ির সাথে সাধারণত ব্লাউজ পরা হয়। এক্ষেত্রে অনেকেই এমন ব্লাউজ পরে থাকেন, যা পরিধানের পরও পেট ও পিঠের একটা অংশ অনাবৃত থাকে। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে এধরনের পোশাক পরে যাওয়া জায়েয নয়। যে কোনো পোশাক এতটুকু বড় হওয়া আবশ্যক, যা দ্বারা পূর্ণ সতর ঢাকা যায়। তাই ব্লাউজ এমনভাবে বানানো উচিত যাতে পেট-পিঠ, বাহুসহ সতরের কোনো অংশই অনাবৃত না থাকে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
‘দুই শ্রেণীর মানুষ জাহান্নামবাসী হবে, যাদেরকে এখনো আমি দেখিনি। তন্মধ্যে দ্বিতীয় শ্রেণী হল সেই মহিলা দল, যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ থাকবে, (অর্থাৎ যারা পাতলা অথবা খোলা লেবাস পরিধান করবে।) এরা (পর পুরুষকে নিজের প্রতি) আকৃষ্ট করবে এবং নিজেরাও (তার প্রতি) আকৃষ্ট হবে; তাদের মাথা হবে হিলে যাওয়া উটের কুঁজের মত। তারা জান্নাত প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না। অথচ তার সুগন্ধ এত এত দূরবর্তী স্থান হতে পাওয়া যাবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ২১২৮]
তাই ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9803/article-details.html