প্রশ্ন
ইসলামে জুতা পরিধানের নিয়ম কী? কোন পায়ে প্রথমে জুতা পরতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুতা পরার ক্ষেত্রে ইসলামের আদব হল প্রথমে ডান পায়ে পরিধান করা। হাদিস শরিফে এ বিষয়টির উল্লেখ রয়েছে। হাদিস শরিফে এসেছে-
عن عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُحِبُّ التَّيَمُّنَ فِى شَأْنِهِ كُلِّهِ فِى نَعْلَيْهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ
‘আয়েশা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) জুতা পরিধান করা, মাথা আঁচড়ানো, পবিত্রতা অর্জনসহ সব ক্ষেত্রে ডান দিক পছন্দ করতেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৬৮]
আরেক হাদিসে এসেছে-
عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ: إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيُمْنَى وَإِذَا خَلَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ
আবু হুরায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, তোমাদের কেউ যখন জুতা পরবে তখন যেন প্রথমে ডান পায়ে পরে। আর খোলার সময় প্রথমে বাম পা থেকে খোলে। [সহিহ মুসলিম, হাদিস: ২০১৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9737/article-details.html