প্রশ্ন
ইবরাহীম (আ.) কি হজ্ব করেছিলেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআনের ভাষ্য থেকে বুঝা যায় ইবরাহীম (আ.) হজ্ব করেছিলেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা ইবরাহীম (আ.)-কে সম্বোধন করে বলেছিলেন,
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ
‘আর মানুষের নিকট হজ্বের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃশকায় উটে চড়ে দূর পথ পাড়ি দিয়ে।’ [সূরা হজ্ব, আয়াত: ২৭]
এই আয়াতে আল্লাহ তাআলা ইবরাহীম (আ.)-কে নির্দেশ দিয়েছেন যেন তিনি হজ্বের ঘোষণা দেন। সুতরাং স্বাভাবিকভাবেই বুঝা যায় যে, তিনি ঘোষণা দিয়ে হজ্বও করেছিলেন।
তাফসীরে ইবনে কাসীর ৩/২৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9655/article-details.html